সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। কেননা আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। ভোট ডাকাতির জন্য বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেনি। আওয়ামী লীগ এ দেশের মানুষকে মুক্ত করার জন্য ত্যাগ স্বীকার করেছে।
শনিবার সকালে সুনামগঞ্জে ৫১ তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির একদফা অর্থাৎ সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী বলেন, সংবিধানের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়।
তিনি বলেন, এ ধরনের দাবি হটকারিতা। যদি বিএনপি হটকারী সিদ্ধান্ত নেয় তাহলে আইনানুগভাবে তা মোকাবেলা করা হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে সকালে শোভাযাত্রা বের করা হয়।
পরে হাছন রাজা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী মো জিয়াউল হক।
Leave a Reply