নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ব্যালটের মাধ্যমে উচিত শিক্ষা দিতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ৫শ নেতাকর্মী গুম ও খুন করা হয়েছে। প্রতিটি গুম-খুনের বিচার হবে আন্তর্জাতিক পর্যায়ে।এর মধ্যে দিয়ে প্রমাণ করা হবে গুম করে, খুন করে কোন সরকার রক্ষা পায়না-টিকে থাকতে পারেনা।
তিনি বলেন, রাজনীতিতে পরিবর্তন এসেছে। এগিয়ে এসেছেন নারীরা। তাই আগামী নির্বাচনে বিএনপি ৩০ শতাংশ আসনে নারী প্রার্থী দেবে।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মী সমাবেশে কেন্দ্রীয় এবং স্থানীয় অন্যান্য নেতাও বক্তব্য রাখেন।
Leave a Reply