জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, গণপরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সহক্ষুদ্র ঋণ ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন কমছে তখন বাংলাদেশ সরকার প্রায় দ্বিগুণ দাম বাড়িয়েছে। এটা গণবিরোধী সিদ্ধান্ত। এর বিরুদ্ধে জনগণ ফোঁসে উঠেছে।
তিনি আরও বলেন, সরকার একদিকে অন্যায় সিদ্ধান্ত গ্রহণ করছে, অন্যদিকে প্রতিবাদ করলে জনগণের উপর গুলি চালিয়ে হত্যা করছে।
বিশেষ অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ বার বার তেল, গ্যাস ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করছে। তারা জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গত ১৩ বছরে লাখ লাখ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচারের ফলে দেশ এখন দেউলিয়া হওয়ার পাথে। আওয়ামী লীগ বলছে, দেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, বাস্তবে দেশ শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে যাচ্ছে।
তিনি ঘোষণা করেন, আওয়ামী লীগকে বিদায় না করে তারা ঘরে ফিরে যাবেননা।
সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদও বক্তব্য রাখেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply