নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতেই তৎকালীন বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের প্রত্যক্ষ মদদে ও তারেক জিয়ার পরিকল্পনায় ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।
তিনি আরো বলেছেন, সেদির মহান আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে যান; কিন্তু আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। শেখ হাসিনাসহ আহত হন প্রায় ৩০০ জন। আহত অনেক নেতাকর্মী এখনো দুর্বিসহ জীবনযাপন করছেন।
ভয়াল একুশে আগস্ট স্মরণে শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
এতে স্বাগত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ১৯৭৫ সালের পনেরোই আগস্ট ও ২০০৪ সালের একুশে আগস্ট একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। পনেরো আগস্টে মূল লক্ষ্য ছিলেন বঙ্গবন্ধু আর একুশে আগস্টে মূল লক্ষ্য ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
তিনি একুশে আগস্টে গ্রেনেড হামলা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানান।
প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক। এরপর একুশে আগস্টে প্রাণ হারানো নেতৃবৃন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, আশফাক আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল ও অ্যাডভোকেট রনজিত সরকার।
Leave a Reply