নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দলীয় সভাপতি প্রধানমন্ত্র্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নে দলকে আরো সংহত করতে নিরলস কাজ করার জন্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সমবেত নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন থেকে পরবর্তী জাতীয় সম্মেলন পর্যন্ত যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা সফল করতে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়াকে তিনি তার নয়-সিলেটবাসীর অর্জন বলে উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সিলেটের মানুষের অনন্য ভূমিকার প্রতি সম্মান প্রদর্শন করে তাকে সভাপতিমণ্ডলীর সদস্য, অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজকে সাংগঠনিক সম্পাদক ও বদর উদ্দিন আহমদ কামরানকে নির্বাহী পরিষদ সদস্যের দায়িত্ব দিয়েছেন।
এই দায়িত্ব পালনে তিনি সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।
নুরুল ইসলাম নাহিদ ২৩শে নভেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফর সফল করতে সবার প্রতি আহ্বান জানান।
এ সময় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদও বক্তব্য রাখেন।
সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আগে নুরুল ইসলাম নাহিদ হযরত শাহজালাল (র) ও পরে হযরত শাহপরান (র) দরগা জিয়ারত করেন।
Leave a Reply