শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা : বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যদি নিরপেক্ষ নির্বাচন দিতো তাহলে প্রত্যেক আসনেই বিএনপির জয়জয়কার থাকতো। এই ভয়ে ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে জনগণের ভোট চুরি করে তারা ক্ষমতায় ছিল। কায়েম করেছিল একনায়কতন্ত্র। তারা ভুলে গিয়েছিল জনগণের শক্তির কথা। তবে ৫ আগস্ট জনগণ সরকারকে উৎখ্যাত করে তাদের শক্তি দেখিয়েছে। বর্তমান অন্তরবর্তী সরকার নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সহসভাপতি মো বাদশা মিয়া কাজল, মৌলভীবাজার জেলা পরিষদের প্রাক্তন সদস্য মশিউর রহমান রিপন, যুবদল নেতা মহিউদ্দিন ঝাড়ু ও টিটু আহমদ।