নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের মতো আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না। এই দলটির রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর/২৮ অগ্রহায়ণ) সকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা শফিকুর রহমান বলেন, কোনো অপশক্তির কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই মাথা নত করবে না।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় বরং ধৈর্য্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে।
তিনি ক্ষমাতচ্যুৎ আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার আখ্যায়িত করে বলেন, ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।
ডা শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়ত চায়, যেখানে নারী-পুরুষের সমঅধিকার থাকবে।
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তিনি জামায়াতে ইসলামীর প্রতি জনগণের পূর্ণ সহযোগিতার দরকার বলে উল্লেখ করেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে কোনো চাঁদাবাজি হবে না, প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারবেন এবং কোনো ধর্মীয় উৎসবে পাহারা বসাতে হবে না।
সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগদান করেন।