বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী সহ নিহতদের স্মরণে বুধবার, ১৭ জুলাই (১ শ্রাবণ) বাদ আছর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে একাত্তরের পরাজিত শত্রু ও তাদের দোসররা ছিনতাই করে সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ দিতে চায়। তাদের সেই হীন চক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা সফল হতে দিবে না। কোটা বিরোধী আন্দোলন এখন যে পর্যায়ে আছে তাতে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে নিশানা করে যে আন্দোলন তা যেকোন মূল্যে প্রতিহত করা হবে।
নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply