নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও হামলাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলমের ফাঁসির দাবিতে সদর উপজেলার আউশা এলাকায় আয়োজিত মানববন্ধনের খবর সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনের শেষ পর্যায়ে এতে অংশগ্রহণকারীরা বদরুল আলমের দুইটি কুশপুত্তলিকা দাহ করেন। তখন এ চিত্র ধারণ করছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন গোপাল বর্ধন। পাশে দাঁড়িয়ে দৃশ্যটি অবলোকন করছিলেন আল-আজাদ। এসময় হঠাৎ করে এক যুবক এসে প্লাস্টিকের বোতল ভর্তি কিছু তরল পদার্থ পুড়তে থাকা কুশপুত্তলিকায় ছুঁড়ে মেরে দ্রুত সটকে পড়ে।
এই তরল পদার্থ কুশপুত্তলিকার আগুনে পড়া মাত্র ককটেলের মতো শব্দে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের আঘাত লাগে আল-আজাদের মুখের ডানপাশে ও চোখে। ফলে তার চোখে থাকা চশমাটি ভেঙ্গে রাস্তার উপর পড়ে যায় এবং ঠোঁট ও ঠোঁটের নিচে চোট লাগে।
আল-আজাদ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Leave a Reply