নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিও র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও ভার্চুয়াল কনফারেন্সে সোমবার উদ্বোধন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান এনডিসি।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি সুহুল আমীন, অধ্যক্ষ লুৎফুর রহমান, নবীগঞ্জ জে কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো সরওয়ার শিকদার ও গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রাণী দেব।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের পরিকল্পনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নির্দেশনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও বাস্তবায়ন করা হয়।
Leave a Reply