নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী ডা শামসুদ্দিন আহমদের নাতনি, আমেরিকার ইউনিভার্সিটি অব পেনসিভেনিয়ার ডক্টর অব মেডিসিন নাহরীন আহমদ বলেছেন, আইসিইউতে কর্তব্য পালনে চিকিৎসক ও সেবক-সেবিকাদেরকে আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে। এ জন্যে দরকার নিয়মিত প্রশিক্ষণ। যথাযথ চিকিৎসাসেবার জন্যে আধুনিক যন্ত্রপাতিরও প্রয়োজন রয়েছে।
সোমবার সকালে সিলেটে নূরজাহান হাসপাতালে সার্বিক আইসিইউ কেয়ার বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা নাহরীন আহমদ সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আইসিইউগুলোর উন্নয়নে বেশ কিছু পরামর্শ দেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, আমেরিকার ফিলাডেলফিয়ার ড্রেকসেল ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিনের অধ্যাপক ডা জিয়াউদ্দিন আহমদ, অধ্যাপক ডা ফাতেমা আহমদ ও ডা তাইফুর রহিম। সভাপতিত্ব করেন, নূরজাহান হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা নাসিম আহমদ।
Leave a Reply