নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, আইন প্রণয়ন করলেই হবেনা। আইন সম্পর্কে জানাতে হবে মানুষকে। আইন কার্যকরও করতে হবে।
তিনি আরো বলেছেন, সমাজে পরিবর্তন দরকার। এজন্যে মানুষকে বিশেষ করে নারীদেরকে সম্পৃক্ত করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসন আয়োজিত জেন্ডার ও গ্রাম আদালতে সমতা বৃদ্ধি ও সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, মানুষকে তার অধিকার সম্পর্কে জানালে তারা সজাগ হবে-সচেতন হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মামুনুর রহমান ছিদ্দিকী। সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান। তথ্য-উপাত্ত উপস্থান সহ বাংলাদেশে গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ কামরুন্নেসা নাজলী ও জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম। এছাড়া কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বক্তব্য রাখেন।
Leave a Reply