সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। তবে উন্নয়নের সুুফল দিতে হবে সকলকে। সামাজিক বৈষম্য থাকলে চলবে না। আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে তথ্য অথিকার আইন-২০০৯ বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, তথ্য সচিব তৌফিকুল আলম, পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন।
Leave a Reply