নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ ভালো করতে সবার নিজেকে বদলাতে হবে। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মতো অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই এ ধরনের অপরাধ দমনে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, তীর শিলং খেলার এজেন্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তালিকা সংগ্রহ করা হয়েছে কিশোর গ্যাংয়ের। তবে তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদেরকে শুধরানোর সুযোগ দেওয়া হবে। এতে কাজ না হলে পুলিশ ব্যবস্থা নেবে।
এসএমপি কমিশনার বাল্যবিবাহ বন্ধ নিশ্চিত করতে নিরাপদ সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
কেউ মিথ্যা মামলা করে কাউকে হয়রানি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুশিয়ার করে দেন।
শনিবার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দর থানার জানুয়ারি মাসের ওপেন হাউজ ডেতে পুলিশ কমিশনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো শফিকুল ইসলাম ও উপ কমিশনার (উত্তর) মো আজবাহার আলী শেখ (পিপিএম)। আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিট এলাকার কমিউনিটি পুলিশিং সদস্য, এলাকার জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
বিমানবন্দর থানার নবাগত ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply