নিজস্ব প্রতিবেদক : সিলেটে অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের প্রথম কাব্যগ্রন্থ ‘আমি যে আইনজীবী’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে প্রকাশনা উৎসব পরিচালনা কমিটি এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা।
প্রকাশনা উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সমিউল আলমের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন, কবি-গবেষক ড আবুল ফতেহ ফাত্তাহ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট আ ক ম শিবলী, অ্যাডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ লালা ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ।
Leave a Reply