আগামীকাল শুক্রবার, ১৭ মে ইন্সপেক্টর জেনারেল অব পলিশ-আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, সুনামগঞ্জ সফরে আসছেন।
পুলিশ প্রধান সকাল ১১টায় সুনামগঞ্জ পৌঁছবেন। সঙ্গে থাকছেন তার সহধর্মিণী, পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক সভাপতি ডা তৈয়বা মুসাররাত জাহাঁ চৌধুরী।
সুনামগঞ্জ পৌঁছেই আইজিপি শহরের ইকবালনগর এলাকায় পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে তিনি পুলিশ হাসপাতালে স্থাপিত পুলিশ ল্যাব ও সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট উদ্বোধন করবেন।
এছাড়াও পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
অন্যদিকে পুনাক সভাপতি ডা তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সুনামগঞ্জ জেলা পুনাক শাখার উদ্যোগে সদর থানা সংলগ্ন নবনির্মিত পুনাক বিপণি বিতান উদ্বোধন করবেন।
পরে তিনি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে ১২০ জন অসহায় ও দুস্থের মাঝে বস্ত্র বিতরণ করবেন।
পুনাক সভাপতি সংগঠনের সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতাবিনিময়ও করবেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply