সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামে আইকন ফাউন্ডেশনের ব্যবস্থানায় বন্যায় বিধ্বস্ত একটি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ার শুক্রবার বাদ জুমা মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।
এ সময় আইকন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দীক জানান, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুল করিম কয়েসের অর্থায়নে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকা ব্যয়ে এই ঘর নির্মাণ করা হয়। আরও ১৫টি ঘর তালিকাভুক্ত আছে। খুব শীঘ্রই সেই ঘরগুলো মেরামতের জন্য ঢেউটিন সহ সরঞ্জামাদি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাংবাদিক আবু তালহা তোফায়েল, মাওলানা সিফাত উল্লাহ, মাওলানা শামীম আহমদ ও দেলওয়ার হুসাইন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply