মৌলভীবাজার প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মানুষ হত্যা করা ধর্ম নয়। যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে সেই আইএসের মূল ঘাঁটি সিরিয়ায়। সেখান থেকে তারা হাজার মাইল দূরে বোমা ফাটায়; কিন্তু সিরিয়ার কাছের দেশ ইসলামের মহাশত্রু ইসরাইলে এখন পর্যন্ত একটি বোমাও ফাটেনি।
সোমবার রাতে কমলগঞ্জে মণিপুরী মহারাস উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আইএস মানে ইসলামী স্টেট নয়-আইএস মানে ইসরাইলি স্টেট।
আসাদুজ্জামান নূর সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগে অনুপবেশকারীরা নাসিরনগর ও গোবিন্দগঞ্জে ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। এই বিশালত্বের সুযোগে অনেক অনুপবেশকারী আছে। তাই সবসময় খেয়াল রাখতে হবে।
তিনি উল্লেখ করেন, যারা জীবনে কোনদিন ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ বলেনি তারাই এখন অন্য সবার চেয়ে অনেক জোরে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু; স্লোগান দেয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, এখনই শত্রুকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশে এমন দিন আসতে পারে যেদিন এই রাস উৎসবও হবেনা।
Leave a Reply