NATIONAL
Additional 23 newly appointed judges of the High Court Division of the Supreme Court took oath || সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৩ বিচারপতি শপথ গ্রহণ করেছেন
সংবাদ সংক্ষেপ
সিলেটে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় হবিগঞ্জে ডিল্পোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী/সমমানের কর্মবিরতি ও অবস্থান গাজী বুরহান উদ্দিন সড়কের বাঘা অংশ দ্রুত সংস্কার দাবিতে ৬ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন Former MP Muhibur Rahman Manik arrested Sector commander of BGB visited the pujamandap in Juri জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির সেক্টর কমান্ডার শাল্লায় ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার মনির সেন্টার উদ্বোধন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ঢাকায় গ্রেফতার শাবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি সাংগঠনিক সম্পাদক ও কানাইঘাট আ লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্নার মতবিনিময় মামলা প্রত্যাহার দাবিতে কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন সিলেটে ছাত্রশিবিরের উদ্যোগে আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী পালিত শিক্ষকরা নিজেদের দক্ষ করতে পারলেই শিক্ষার্থীরা শিক্ষায় ও গবেষণায় ভালো করতে পারবে প্রথমবার প্রকাশ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বন্দুক ও গুলি উদ্ধার সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার উদাসীন : জুড়ীতে রুহুল কবির রিজভী

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মাল্টি-স্টেকহোল্ডার পার্টনারশিপ প্ল্যাটফর্মে বিএনএনআরসি

  • শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন-বিএনএনআরসি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মাল্টি-স্টেকহোল্ডার পার্টনারশিপ প্ল্যাটফর্মে যোগ দিয়েছে।
এই প্ল্যাটফর্মের মূলমন্ত্র হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-এএমআরের বিরুদ্ধে পদক্ষেপের জন্য বিশ্বব্যাপী আন্দোলনকে জোরদার করা।
অ্যান্টিবায়োটিক হলো অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। এগুলো হলো এমন এক ধরনের ওষুধ যা, মানুষ ও পশু উভয়ের শরীরেই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে। এক্ষেত্রে তারা হয় ব্যাকটেরিয়াদের মেরে ফেলে, নয়তো ব্যাকটেরিয়ার দৈহিক বৃদ্ধি ও বংশবিস্তার রোধ করে। তবে অ্যান্টিবায়োটিক কেবল নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়াঘটিত ইনফেকশনই প্রতিরোধ করে। ভাইরাসের উপর এরা কোনো প্রভাব বিস্তার করতে পারেনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলো এমন একটি অবস্থা যা তখনই ঘটে, যখন কিছু ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের আক্রমণ থেকে বেঁচে থাকার ক্ষমতা অর্জন করে। এসব ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। এরা অ্যান্টিবায়োটিকের উপস্থিতিতে অভিযোজিত হয়ে যায় বলে নিজেদের স্বাভাবিক গতিতে বেড়ে উঠতে ও বংশবিস্তার করতে পারে। ফলে মানুষ বা পশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। আগে যে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তাদের রোগ সেরে যেতো এখন আর সেই অ্যান্টিবায়োটিকে তা সারেনা বরং ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এসব রোগাক্রান্ত মানুষ বা পশু অন্য কারও উপস্থিতিতে হাঁচি-কাশি প্রভৃতির মাধ্যমে তাদের শরীরের অভ্যন্তরীণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া অন্যদের মাঝেও ছড়িয়ে দেয় এবং তারাও একই রকম দুরারোগ্য রোগে আক্রান্ত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দ ও দেশগুলোকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের আসন্ন সঙ্কট সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘আমরা মনে করি অ্যান্টিবায়োটিক (অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের জন্য) এর প্রতিরোধ ক্ষমতা ফুরিয়ে যাচ্ছে এবং শীঘ্রই বিশ্ব আরেকটি জরুরি অবস্থার মুখোমুখি হতে পারে, যা বর্তমান কোভিড-১৯ মহামারির চেয়ে অনেক বেশি গুরুতর।’
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের গ্লোবাল লিডারস গ্রুপ- অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে অ্যাকশনের জন্য একটি স্বতন্ত্র প্যানেল। চতুর্পার্শ্বিক সহায়তা করা-জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ এএমআর পার্টনারশিপ প্ল্যাটফর্মে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে।
এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো একটি অন্তর্ভুক্তিমূলক, আন্তর্জাতিক ও বহু-মাত্রিক অংশীজনদের একটি ফোরাম যা মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশগত বাতায়ন জুড়ে অংশীজনদের একত্রিত করে জীবন রক্ষাকারী ওষুধ হিসাবে জীবাণুরোধী ওষুধ সংরক্ষণ করতে এবং ওয়ান হেলথ পদ্ধতির অধীনে তাদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার জন্য সহায়তা করতে এএমআর বিষয়ে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রচার করা। পাশাপাশি সমন্বিত, বহুমাত্রিক, অন্তর্ভুক্তিমূলক এক স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি মোকাবেলায় ঐক্যমত্য গড়ে তোলা ও লক্ষ্যযুক্ত পদক্ষেপগুলোকে সংগঠিত করা। একইভাবে ২০৩০ এজেন্ডা ও সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনে অবদান রাখা এবং এক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা। ভবিষ্যতের মহামারি প্রতিরোধ করার প্রস্তুতি গ্রহণ ও মহামারিকালীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
এএমআর-এর অ্যাডহক ইন্টারএজেন্সি কো-অর্ডিনেশন গ্রুপের ২০১৯ সালের রিপোর্ট জাতিসংঘের মহাসচিবকে, ‘অপেক্ষা করার সময় নেই : ড্রাগ-প্রতিরোধী সংক্রমণ থেকে ভবিষ্যতকে সুরক্ষিত করা’ শিরোনামে বিষয়-ভিত্তিক অংশীদারিত্বমূলক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার সুবিধার্থে কাজ করার বিষয়ে উল্লেখ করা হয়। বিশেষ করে বৈশ্বিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে লক্ষ্যগুলোর অর্জন ও বাস্তবায়নের জন্য সংস্থাগুলোর দ্বারা কার্যক্রম পরিচালিত করা। সেই সঙ্গে সরকার, বেসরকারি খাত ও মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশগত স্বাস্থ্য, কৃষি এবং খাদ্য উৎপাদনের প্রতিনিধিত্বকারী নাগরিক সমাজের সঙ্গেও কাজ করা।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে বিএনএনআরসির উদ্যোগসমূহ হচ্ছে : বিএনএনআরসির উদ্যোগে দেশের চলমান কমিউনিটি রেডিওগুলোর মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের আসন্ন সঙ্কট সম্পর্কে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করছে। ইতোমধ্যে কমিউনিটি রেডিওগুলো সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এই আলাপচারিতা আয়োজন ও সম্প্রচার করেছে।
আলাপচারিতাতে মূলত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন ঘটে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন বাড়ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবার কারণ কী, কারা বেশি ঝুঁকিতে রয়েছেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধের উপায়, এসডিজি অভীষ্ট -৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) বাস্তবায়নে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন জরুরি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধের সংশ্লিষ্ট অংশীজনদের যেমন সাধারণত জনগণ, চিকিৎসক, ফার্মেসিগুলোর বিক্রেতা ও সরকারের করণীয় কি হতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়। কমিউনিটি রেডিওগুলোর আলাপচারিতাতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের ওষুধ ক্রেতা, ওষুধ বিক্রেতা তথা ফার্মেসিগুলোর বিক্রেতা ও চিকিৎসকবৃন্দ।
এই টকশো বা আলাপচারিতা অনুষ্ঠানগুলো কমিউনিটি পর্যায়ে বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে স্থানীয় জনগণ তথা রোগীরাও ফার্মেসিতে গিয়ে নিজে নিজে অ্যান্টিবায়োটিক কেনা থেকে বিরত থাকছেন। পাশাপাশি ফার্মেসিগুলোও চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার ব্যাপারে উদ্যোগী হচ্ছেন। এছাড়াও, বিএনএনআরসি জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সাংবাদিকদের জন্য ফেলোশিপ প্রদান করছে। এর উদ্দেশ্য হলো এই বিষয়ে ইনডেপথ ও অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করে জনসাধারণের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার পাশাপশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা। ইতিমধ্যে ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকগণ ১০টি প্রতিবেদন প্রকাশ ও প্রচার করেছেন।
বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্টের ভূমিকায় দেশীয় আঞ্চলিক, ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো গ্রামীণ জনপদে বসবাসরত জনগোষ্ঠীর তথ্য অধিকার, সুশাসন এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু বিবেচনায় রেখে গণমাধ্যমের উন্নয়ন। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest