সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোমিনখলার মরহুম বশির আহমেদের স্ত্রী এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সাবেক ডেপুটি চিফ রিপোর্টার অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিনের মা খায়রুন্নেছা আহমেদ বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে নিজ বাড়ি ওয়াহিদ মনজিলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দুই ছেলে ও ছয় মেয়ে এবং নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বুধবার বাদ জোহর নিজ বাড়ি প্রাঙ্গণে খায়রুন্নেছা আহমেদের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমার নিকট আত্মীয় ওসমানী মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা আহমদ আলী। উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সামিউল আলম, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সাংবাদিক আবদুুর রশিদ রেনুু, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইকবাল মাহমুদ, খালেদ আহমদ, আব্দুল মুকিত অপি, মঈন উদ্দিন মঞ্জু, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ প্রমুখ।
অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিনের মা খায়রুন্নেছা আহমেদের মৃত্যুতে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply