সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম এ মোহিত হান্নানের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে আইনজীবীবৃন্দের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ৫নং বার হলের দ্বিতীয় তলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম শমিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ ও অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাজ উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন খান, অ্যাডভোকেট কিশোর কুমার কর, অ্যাডভোকেট অশেষ কর, অ্যাডভোকেট আবুল খায়ের হেলাল, অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট জুবায়ের বখত জুবের, অ্যাডভোকেট মো কামাল হোসেন, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট রাশিদা সাঈদা লাকী, অ্যাডভোকেট শামসুল ইসলাম, অ্যাডভোকেট শেখ মকলু মিয়া, অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন, অ্যাডভোকেট অঞ্জল দে, অ্যাডভোকেট শফি আহমদ প্রমুখ। যৌথভাবে পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট মোমিনুর রহমান টিটু ও অ্যাডভোকেট খালেদ হোসেইন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট শামসুল ইসলাম।
Leave a Reply