হোটেল বুকিং দেওয়ার ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সাইট অ্যাগোডায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট মোহাম্মদ মাজহারুল ইসলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা (চালিকোনা) গ্রামের মোহাম্মদ তাজুল ইসলাম ও রাশেদা ইসলাম দম্পতির সন্তান মোহাম্মদ মাজহারুল এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ২০২০ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
তিনি এ বছরের শেষদিকে থাইল্যান্ডের ব্যাংককে অ্যাগোডা অফিসে যোগ দেবেন।
বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে চাকরি পাওয়ায় মোহাম্মদ মাজহারুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী।
প্রসঙ্গত, সম্প্রতি মেট্রোপলিটন ইউনিভার্সিটির দু’জন গ্র্যাজুয়েট গুগলে ও একজন গ্র্যাজুয়েট অ্যামাজনে চাকরি পেয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply