নিজস্ব প্রতিবেদক : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে রিফাত এন্ড কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত মহানগরীর উপকণ্ঠে কুমারগাঁওয়ে খাদ্যসামগ্রী প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।
ভ্রাম্যমাণ আদালত কারখানার ভিতরে ও চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির প্রমাণ পায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও সাজ্জাদুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।
জরিমানা আদায় ছাড়াও কারখানায় শিশু শ্রমিকদের কাজ করানোর অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেয়া হয়।
Leave a Reply