নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিক আকৃতির শিলাবৃষ্টিতে সিলেটে ব্যাপক ক্ষতি হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫শ কাঁচা ঘরবাড়ি। এছাড়া চলন্ত অবস্থায় বিপুল সংখ্যক যানবাহনের কাঁচ ভেঙে যাওয়াসহ নানা ধরনের ক্ষতি সাধিত হয়। বাসা-বাড়ির জানালার কাঁচ এবং টিনের চালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার, ৩১ মার্চ রাত ১০টা ২৫ মিনিট থেকে প্রায় ৫ মিনিট সিলেটে ভয়ানক শিলাবৃষ্টি হয়। সঙ্গে ছিল প্রচণ্ড ঝড়। ঝড় ও বৃষ্টি প্রায় ১৫ মিনিট স্থায়ী ছিল। এতে বোরো ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।
অন্যদিকে একই সময়ে মাত্র ২০ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ও লক্ষণশ্রী ইউনিয়নে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উড়ে গেছে ঘরের ভিতরকার মূল্যবান জিনিস ও আসবাবপত্র। এ সময় সুনামগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা দিয়ে সিএনজি অটোরিকশা যোগে রোগী নিয়ে সদর হাসপাতালে যাওয়াকালে গাছ ভেঙে অটোর উপর পড়ে তিন নারী আহত হয়েছেন। এর মধ্যে দুই জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া শান্তিগঞ্জ উপজেলার কামরূপদলং, সদরপুর, চন্দ্রপুর, আস্তমা, তালুকগাঁও ও পশ্চিম পাগলা গ্রামে অন্তত ৫শ বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী নিশ্চিত করেন, ক্ষতিগ্রস্ত সকল পরিবারই সহায়তা পাবে।
Leave a Reply