নিজস্ব প্রতিবেদক : সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯-এর একটি বিশেষ দলের অভিযানে ২ রাউন্ড গুলি সহ একটি বিদেশী রিভলবার, নানা ধরনে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে র্যাব ৯ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র্যাব ৯ অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, র্যাব ৯-এর বিশেষ কোম্পানির একটি দল অতিরিক্ত পুলিশ সুুপার মনিরুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমার আহম্মদপুরে ‘ইয়াবা ও হেরোইন সম্রাট’ শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্যব্যের মধ্যে রয়েছে, ৭৬০০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইন।
তিনি জানান, এ সময় মাদক ব্যবসায় জড়িত অভিযোগে শহীদুল ইসলাম, তার স্ত্রী শিউলি আক্তার বুলু, সহযোগী জালাল মিয়া, হেলাল উদ্দিন ও সাগর আহমদকে আটক করা হয়।
র্যাব ৯ অধিনায়ক জানান, শহীদুল ইসলাম, তার পরিবারের অন্যান্য সদস ও সহযোগীরা সিলেট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিল। তাদের আস্তানায় মাদক সেবন করতে আসতো নানা বয়সের নারী-পুরুষরা। এই ব্যবসা সংক্রান্ত বিরোধে শহীদুল ইসলামের শ্বাশুড়ি ললি বেগম গত ১৮ মার্চ খুন হয়। এছাড়া সে ২০১৪ সালে গ্রেফতার হয়; কিন্তু জামিনে মুক্ত হয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে র্যাব ৯ অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, তারা সিলেটে মাদক আমদানির রুট খুঁজে বের করার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন র্যাব ৯-এর উপ অধিনায়ক মেজর জামশেদুর রহমান, মেজর শওকতুল মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মাঈন উদ্দিন চৌধুরী ও সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন।
সংবাদ সম্মেলন শেষে আটককৃতদেরকে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply