অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম এম সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের ব্রত। বৃহত্তর সিলেটে তিনি যে দৃষ্টান্তকারী উন্নয়ন করে গেছেন এটিই তার বড় প্রমাণ।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সিলেট কমিউনিটি ক্লাবের কর্ণধার মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব, মো আবিদুর রহমান, শিপন আহমেদ, আলী আহমদ ও শ্রীমান্ত রুদ্র পাল উপস্থিত ছিলেন।
Leave a Reply