মোহাম্মদ জুমান হোসেন : অস্ট্রেলিয়ায় এনএসডব্লিউ প্রিমিয়ারের উদ্যোগে ইফতার পার্টি ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
সিডনির এনএসডব্লিউ পার্লামেন্ট হাউসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ইফতার শেষে সবাই নৈশভোজে অংশ নেন।
প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিন অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমি চাই সকল জাতির মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। আমরা সকল ধর্ম ও জাতিকে সম্মান করি।’
ইফতার পার্টিতে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, আলেম-ওলামা, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় এবং পেশাজীবী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এসবিএস রেডিও বাংলা বিভাগের প্রযোজক ও জন্মভুমি টিভির প্রধান আবু রেজা আরেফিন, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, যমুনা টেলিভিশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি হাসান তারিক, আর টিভির অস্ট্রেলিয়া প্রতিনিধি সুলতানুল আরেফিন, চ্যানেল আইর সিডনি প্রতিনিধি বাবু আসওয়াদ, সুপ্রভাত সিডনির প্রধান প্রতিবেদক ফজলে রাব্বি ও প্রতিবেদক ড মারুফ।
Leave a Reply