জুমান হোসেন, অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালিরা বসন্ত উৎসব করেছেন। করেছেন পিঠা উৎসব। আর এই আয়োজনে বাহারি পিঠার স্বাদে দূরদেশে বসে স্বদেশকে খুঁজে নিয়েছেন।
নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরতেই অস্ট্রেলিয়ার তাসমেনিয়ায় বসবাসরত বাংলাদেশের নাগরিকরা এই উৎসবের আয়োজন করেন। এদিন রঙ-বেরঙের শাড়ি পড়ে বাসন্তী সাজে নিজেদের সাজান নারীরা। পুরুষরাও পোশাকে-আশাকে বসন্তকে ধারণ করেন।
উদ্যোক্তাদের পক্ষে কানিজ ফাতেমা মুন্নি জানান, তারা প্রতিবছর চেষ্টা করেন তাসমেনিয়া প্রবাসী বাঙালি পরিবারগুলোকে এক জায়গায় মিলাতে। এর মধ্য দিয়ে প্রবাসে বেড়ে উঠা ছেলে-মেয়েরা বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।
Leave a Reply