বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জম্মবার্ষিকী উপলক্ষে রবিবার সিডনির গ্রামীণ ফাংশন সেন্টারে জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়া যুবদল সভাপতি ইয়াসির আরাফাত সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই কেক কাটেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা মো দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন, বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, জ্যেষ্ঠ সহ সভাপতি হাবিব মোহাম্মদ জকি, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তারিক উল ইসলাম তারেক ,সাংগঠনিক সম্পাদক মো নাসিম উদ্দিন আহম্মেদ, যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম, বিএনপির নিউ সাউথ ওয়েলস সভাপতি ইঞ্জিনিয়ার মো কামরুল ইসলাম শামীম, ছাত্র বিষয়ক সম্পাদক মো মোস্তাফা মোরশেদ নিথুন, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রনেতা সাইমুম বিন শামস, মামুনুর রশিদ, আব্দুল করিম ও মো শামছুল ইসলাম।
বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো মোসলেহ উদ্দিন হাওলাদার বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী সরকার তার বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করছে।
Leave a Reply