মো জুমান হোসেন, অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়ার সাধারণ সভা ও নির্বাচন গ্রিন একর সিটিজেন’স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এ কে এম হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম চৌধুরী, আনিসুর ইসলাম লিটু, নানু মিয়া, ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ, ওবায়দুল হক, জাহেদুল হক চৌধুরী লিটন, হাসান শাহরিয়ার সুমন ও সুহেল আহমেদ।
পরে ২০২২-২০২৪ মেয়াদের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আনিসুর ইসলাম লিটু ও জাহেদুল হক চৌধুরী লিটন।
নির্বাচনে সাইফুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও ইঞ্জিনিয়ার রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।
তৃতীয়বার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাইফুল ইসলাম চৌধুরী ও ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ সিলেটি কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীদিনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
Leave a Reply