শাহাব উদ্দিন শিহাব, সিডনি, অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে অবিশ্বাস্য জয় পেয়েছে দীর্ঘ তিন মেয়াদ (টার্ম) প্রধান বিরোধী দলে থাকা লেবার পার্টির ইউনাইটেড অস্ট্রেলিয়া জোট।
এই জয়ের ফলশ্রুতিতে জোট প্রধান অ্যান্থনি আলবেনিজ অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
শনিবার অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ৪৭তম ফেডারেল নির্বাচন। সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১২ ঘণ্টা। এরপর ভোট গণনা শুরু হয়।
দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের মোট ১৫১টি আসনে ও উচ্চকক্ষ সিনেটের ৭৬টি আসনের মধ্যে ৪০টি আসনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ইউনাইটেড অস্ট্রেলিয়া জোট ছাড়াও ন্যাশনাল কোয়ালিশন লিবারেল পার্টি, দ্য গ্রিনস ও ওয়ান ন্যাশন সহ অন্য ছোট ছোট রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন।
অস্ট্রেলিয়ায় নির্বাচনের দিন ভোটারদের ভোট প্রদান বাধ্যতামূলক হওয়ায় প্রায় শতভাগ ভোটার তাদের পছন্দের দলের প্রার্থীকে ভোট দেন। ১৯২৪ সালে এ দেশে ভোট দেওয়াকে বাধ্যতামূলক করা হয়।
অস্ট্রেলিয়ার নির্বাচনী প্রচারণার মাঝামাঝি সময়ে দেশটির দু’টি জাতীয় জনমত জরিপে বর্তমান ক্ষমতাসীন ন্যাশনাল কোয়ালিশন লিবারেল পার্টির পরাজয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। ন্যাশনাল ইউনিভার্সিটির এক জরিপে এ রকম পূর্বাভাসও দেওয়া হয় যে, বিরোধীদল লেবার পার্টি নির্বাচনে জয়লাভ করবে।
তবে, গত নির্বাচনে এরকম জনমত জরিপের ফলাফল ভুল প্রমাণিত হলেও এবছর জরিপের নির্ভরযোগ্যতা সঠিক প্রমাণিত হয়েছে।
অস্ট্রেলিয়ার নির্বাচনে দেশটির জনমত জরিপ বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই জরিপ চালায়।
এবারের প্রচারাভিযানে জরিপগুলো ভোটারদের কাছে প্রধান বিষয় হিসাবে চিহ্নিত করেছে অর্থনীতি সম্পর্কে উদ্বেগ, স্বাস্থ্যসেবায় ব্যয় হ্রাস ও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে।
এছাড়া জরিপে এবারের নির্বাচনী প্রচারণায় জাতীয় নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে আসে। বিশেষ করে অস্ট্রেলিয়ার আঞ্চলিক অংশীদার সলোমন দ্বীপপুঞ্জ চীনের সঙ্গে একটি বিতর্কিত নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করার পরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে তার সমালোচকরা কূটনৈতিক অদক্ষতার জন্য অভিযুক্ত করেন।
Leave a Reply