জকিগঞ্জ প্রতিনিধি : গুরুতর অসুস্থ জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মিঠু আহমদের পাশে দাঁড়িয়েছে জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থা।
দীর্ঘদিন থেকে মিঠু আহমদের পায়ে পচন দেখা দেওয়ায় চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। এক পর্যায়ে জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ কয়েছ তার এ অবস্থা দেখে মর্মাহত হন এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীলের সাথে আলোচনা করেন।
এর পরিপ্রেক্ষিতে তার চিকিৎসার দায়িত্ব নেয় জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থা। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘদিন চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে মিঠু আহমদ বাড়ি ফিরেন।
মঙ্গলবার প্রবাসী সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ মিঠু আহমদকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি বেলাল আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন, জ্যেষ্ঠ সদস্য হারুন রশিদ, কোষাধ্যক্ষ কবির আহমদ, সদস্য উপজেলা যুবলীগ নেতা হিফজুর রহমান, জেলা ছাত্রলীগ সহ সভাপতি দেবাশীষ দেশমুখ্য রাজু প্রমুখ।
Leave a Reply