নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারে ও বর্ণিল আয়োজনে বাঙালি জাতি বাংলা নতুন বছর ১৪২৫ কে বরণ করেছে।
এ উপলক্ষে শনিবার সারাদেশ প্রাণের উৎসবে মেতে উঠে।
সিলেটে দিনভর কর্মসূচির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল জেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রা, যা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
এছাড়াও জেলা প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, নানা ধরনের প্রতিযোগিতা, পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সুনামগঞ্জ : বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক সাবিরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সাংসদ শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন ও সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস। পরে জেলা স্টেডিয়ামে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাপের খেলা প্রদর্শিত হয়। বৈশাখী মেলারও উদ্বোধন করা হয়েছে।
মৌলভীবাজার : বাংলা নতুন বছরকে বরণ করতে শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদের সহযোগিতায় বর্ণিল অনুষ্ঠনের আয়োজন করা হয়।
পরে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিকাশে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় শহরে। এতে অংশ নেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মাদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিজবাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল।
মঙ্গল শোভাযাত্রা শেষে বর্ষবরণ মঞ্চে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিকেল ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
হবিগঞ্জ : বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ হবিগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন, সাংসদ অ্যাডভোকেট আবু জাহির ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
এছাড়া বৃন্দাবন সরকারি কলেজ ও মহিলা কলেজ সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী বৈশাখী মেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণমালা খেলাঘর আসর শিরিষতলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ জাহান আরা খাতুন ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়।
পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড জহিরুল হক শাকিল ও জীবন সংকেত নাঠ্যগোষ্ঠীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের প্রয়াত সহ সভাপতি অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুলের পরিবারের পক্ষ থেকে দরিদ্র শিশুদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
Leave a Reply