মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাঙালি জাতি ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক। আর এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হয়েছে। এর ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। পরবর্তী সময়ে বিভিন্ন অপশক্তি এদেশের অসাম্প্রদায়িক চেতনা বিনষ্টের অপচেষ্টা করেছে, যা দেশের উন্নয়ন ও প্রগতির পথে অন্যতম বাঁধা হয়ে দাঁড়ায়।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্বরসতী পূজা পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্বরসতী পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনে গেলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড সুরেশ রঞ্জন বসাক ও ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস তাকে স্বাগত জানান।
ড মোহাম্মদ জহিরুল হক সুন্দর ও সুশৃংখলভাবে স্বরসতী পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি স্বরসতী পূজা উপলক্ষ্যে সিলেটসহ দেশের বিভিন্ন নদীর ইতিহাস ও নদীগুলোর সংকটাপন্ন অবস্থা সম্বলিত চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের এ ধরনের ব্যতিক্রমী প্রদর্শনী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এভাবেই মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেশের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন স্বরসতী পূজা উদযাপন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক সুরজিত সিনহা, সহসভাপতি সহযোগী অধ্যাপক দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জেসি সাহা, সহসাধারণ সম্পাদক জ্যেষ্ঠ প্রভাষক উর্মী ঘোষ, প্রভাষক অর্চি অর্নি বসাক ও অর্থ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার শান্তি বাবু প্রসাদ রায়সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply