হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের সাধু বাবার মাজারে তিরোধান উৎসবে নারী শিল্পীর বাউল গানের আসর পুলিশ বন্ধ করে দিয়েছে।
বুধবার দুপুরে সদর মডেল থানার পুলিশ বাউল গানের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আসরটি বন্ধ করে দেয়।
পুলিশ জানায়, প্রতি বছরের ন্যায় রাতে শহরের দক্ষিণ শ্যামলীতে সাধু বাবার মাজারে তিরোধান উৎসব শুরু হয়। এতে কয়েকজন ভক্ত নারী শিল্পী এনে বাউল গানের আসর জমায়; কিন্তু গান পরিবেশনের আড়ালে গাঁজা সেবন ও মদ পান চলছিল।
এ বিষয়ে এলাকাবাসী পুলিশকে অবগত করলে এসআই সুমন হাজরার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসর বন্ধ করে দেয়।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুমন হাজরা জানান, শহরের কোথাও নারী শিল্পীদের দ্বারা বাউল গান পরিবেশনে প্রশাসনের অনুমোদন নেই।
Leave a Reply