নিজস্ব প্রতিবেদক : মুনাফালোভী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাল, পেঁয়াজ ও সবজি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এই মিছিল বের করে। মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সমাজতান্তিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেজাউর রহমান রানা ও শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান। পরিচালনায় ছিলেন সুশান্ত সিনহা সুমন।
Leave a Reply