সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, অসহায় মানুষের পাশে দাড়াঁনো একটি ইবাদত। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য যাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ করেছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষ বাঁচার সুযোগ পাবে। বিত্তবানরাও উভয় জাহানে উত্তম প্রতিদান পাবেন।
বৃহস্পতিবার জালালাবাদ কল্যাণ সংঘ ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীমের ব্যবস্থাপনায় মহানগরীর খাদিমনগরে আহসান ভবনে অনুষ্ঠিত হুইল চেয়ার, শীতবস্ত্র ও কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সুলাইমান আহমদ হুজাইফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ, গরীব অ্যান্ড এতিম ট্রাস্ট ফাউন্ডেশন ইউকের সিলেট প্রতিনিধি মাওলানা নাঈম উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের দফতর সম্পাদক ময়নুল ইসলাম, সাইফুল আলম সিদ্দিকী, সাইফ উদ্দিন জামিল, আজিজ আহমদ প্রমুখ।
Leave a Reply