নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আশফাক আহমদ বলেছেন, আবারো তিনি নির্বাচিত হলে আগামী ৫ বছরে তার অসমাপ্ত সমাপ্ত করা সহ আরো অনেক উন্নয়ন উপহার দেবেন।
বুধবার দুপুরে মহানগরীর জেলরোডে একটি অভিজাত হোটেল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
আশফাক আহমদ বলেন, আগামীতে ৬ লেনের বিমানবন্দর বাইপাস সড়ক নির্মিত হলে সিলেট মহানগরীর যানজট কমে যাবে। সদর উপজেলা মাঠে যাতে সারা বছর খেলাধুলা হয় সেই পরিকল্পনাও রয়েছে তার। তিনি সদর উপজেলা সদরের সৌন্দর্যবর্ধনের যে প্রকল্প হাতে নিয়েছেন তা অসম্পন্ন রয়ে গেছে। তাকে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত করা হলে এসব উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পৃষ্ঠপোষকতায় ‘অবহেলার’ বদনাম ঘুচিয়ে গত ১০ বছরে সদর উপজেলার চেহারা বদলে দিয়েছেন। এবার পাশে আছেন পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। উপজেলাবাসীর কল্যাণে সরকার থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।
Leave a Reply