বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অলিম্পিক ডে-২০১৭ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়াম হতে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক করে আবার জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব রঞ্জিত দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, কোষাধ্যক্ষ মো সিরাজ উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক জুম্মা আব্বাস রাজু, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এনামুল হক মুক্তা, জামাল উদ্দিন আহমদ, সমর চৌধুরী, মুহিব আলী ও আক্কাছ উদ্দিন আক্কাই, প্রথম বিভাগ ভলিবল লীগ কমিটির সম্পাদক কৃষ্ণপদ দে, দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ কমিটির সম্পাদক দীপাল কুমার সিংহ, জেলা হকি কমিটির সম্পাদক মো সুনু মিয়া, ফুটবল রেফারি হাসান আলী বাদল ও গোলাম মোহাম্মদ চৌধুরী রুস্তম, ক্রিকেট কোচ রানা মিয়া, আল ওয়াদুদ সুইট ও রাজু আহমদ, বিপুল চন্দ্র তালুকদার, রাজীব দাস প্রমুখ।
Leave a Reply