নিজস্ব প্রতিবেদক : অমর একুশে উপলক্ষে সিলেটের এম সি কলেজে তিন দিনব্যাপী মুরারীচাঁদ কলেজ বইমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ১০টায় মুরারীচাঁদ কবিতা পরিষদ আয়োজিত এ বইমেলা উদ্বোধন করবেন এম সি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ আব্দুল কুদ্দুছ, শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আল ইদ্রিস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা চৌধুরী। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি লক্ষণ রায়। পরিচালনায় ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক সুলেমান কবির ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাহেদ চৌধুরী।
এ উপলক্ষে একটি শোভাযাত্রাও বের করা হয়।
বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
Leave a Reply