নিজস্ব প্রতিবেদক : অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিলেটে ছাত্রলীগের আরো এক কর্মী খুন হয়েছে।
এ নিয়ে গত সাড়ে ৩ মাসে জেলায় ছাত্রলীগের বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাতে ৩ কর্মী প্রাণ হারালো।
সোমবার নিহত হয়েছে, সংগঠনের কর্মী ও লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী অমর আহমদ মিয়াদ (২২)। বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় অমর আহমদ মিয়াদ এবং অপর দুই ছাত্রলীগ কর্মী নাসিম আহমদ ও নাজমুল আহমদ। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক অমর আহমদ মিয়াদকে মৃত ঘোষণা করেন।
আহত দুই জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত অমর আহমদ মিয়াদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হিরণ মাহমুদ নিপুর পক্ষের কর্মী ছিল। তার বাবার নাম আকল মিয়া। বাসা বালুচর এলাকায়। তবে ছাত্রলীগের ৫টি পক্ষের মধ্যে কোন পক্ষের হামলায় সে নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওসমানী মেডিকেল কলেজ এলাকা থেকে সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখার কর্মচারী ফখরুল ইসলামকে আটক করেছে।
Leave a Reply