সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই। ডামি ও অবৈধ সরকার নিজের ক্ষমতাকে আকড়ে রাখতে দেশে জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ পেটভরে সেহরি ও ইফতার করতে পারছেনা। অভাব অনটনের মধ্যে মানুষের মনে ঈদের আনন্দ নেই। যেদিন এই ’ফ্যাসিস্ট’ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে সেই দিনই দেশের সাধারণ মানুষের মনে প্রকৃত ঈদের আনন্দ আসবে।
রবিবার, ৭ এপ্রিল (২৪ চৈত্র) বিকেলে সিলেট জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নির্যাতিত নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত নগদ ঈদ উপহার বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারেক রহমান দেশে ফিরতে পারেছেননা, হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এখনও অনেক নেতাকর্মী নিখোঁজ ও কারাগারে। এমন পরিস্থিতিতে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের সাধারণ মানুষের মনেও ঈদের আনন্দ নেই।
বিএনপির দক্ষিণ সুরমা উপজেলা সহসভাপতি বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক মনিরুল ইসলাম তুরনের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুগ্মসম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, অন্যতম নেতা জিলা মিয়া মেম্বার, আফতাব উদ্দিন, আজমল আলী, আশরাফুল ইসলাম বাহার, আব্দুল মালেক মল্লিক, পাবেল রহমান, অলি আহমদ, রায়হানুল হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply