সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার খোজারখলা মার্কাজ পয়েন্ট (বাইপাস) এলাকাবাসী মার্কাজ পয়েন্টে গড়ে উঠা অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড অপসারণের দাবিতে মঙ্গলবার সকালে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) বরাবর স্মারকলিপি দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কয়েছ আহমদ, কামরান, আব্দুল খালিক, মো আব্দুল কাদির রুহেল, জাবেদুর ইসলাম দিদার, আলম আহমদ, দেলোয়ার, আসলাম মিয়া, রাকিব আহমদ, রতন চৌধুরী, ছাব্বির আহমদ, মনির হোসেন, রাব্বি আহমদ, আশেক, জুবেল, সোহেল আহমদ, নাজিম, রকিব, এনাম, আনি, সুলতান, শাহ খালেদ, নূর মোহাম্মদ, সালেহ, আহাম্মদ আলী, জিয়ারুল হক, ফাহিম, খালেদুর রহমান, খোকন আহমদ, আবু বকর সিদ্দিক, মো মুজিব, ওয়াহিদ, সাহেদুল ইসলাম শান্ত, মনির হোসাইন, রবিউল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অবৈধভাবে এই স্ট্যান্ড বসিয়ে দোকানের সামনে ও বাইপাস রোডে অটোরিক্সার দীর্ঘ লাইন সৃষ্টি করায় রাস্তার ডানে-বামের ব্যবসায়ীদের ব্যবসায় বিঘ্ন সৃষ্টির পাশাপাশি যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
Leave a Reply