নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর প্রবেশদ্বার খ্যাত ঐতিহাসিক ক্বিনব্রিজ, অনিন্দ্য সুন্দর সিলেট সার্কিট হাউস ও ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়কে অবৈধ পার্কিং মুক্ত করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গুরুত্বপূর্ণ এই এলাকা থেকে অবৈধভাবে পার্কিং করা গাড়ি বিশেষকরে ট্রাক, পিকআপ ভ্যান ও ফুচকার দোকান অপসারণ করা হয়। একই সঙ্গে আগামীতে কেউ যাতে অবৈধভাবে গাড়ি পার্কিং না করে বা দোকান না বসায় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।
সিলেট জেলা বাস-ট্রাক মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসনের এই অভিযান পরিচালনা করা হয়।
একই সভার সিদ্বান্ত মোতাবেক আগামীকাল সোমবার থেকে ব্যাপক আকারে মহানগরীর প্রধান সড়কে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে নাহিদ নিয়াজ শিশির সহ সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ দল। সূত্র তথ্য বিবরণী
Leave a Reply