নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মহানগরীতে কোন অবৈধ গাড়ি স্ট্যান্ড থাকবেনা। পারাইরচকে নির্মিত ট্রাক টার্মিনালে থাকবে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ। আর কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ শেষ হওয়ার পর সেখানে সব ধরনের বাস রাখতে হবে।
মঙ্গলবার দক্ষিণ সুরমার চণ্ডিপুল থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণ অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মেয়র আরো বলেন, নির্দিষ্ট পার্কিং ছাড়া এখন থেকে অবৈধভাবে মহানগরীর রাস্তার পাশে যানবাহন পার্কিং করা যাবে না।
অভিযানকালে অবৈধ ট্রাক স্ট্যান্ড থেকে সকল যান সরিয়ে পারাইরচকে সিসিকের নবনির্মিত ট্রাক টার্মিনালে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান সরিয়ে নেয়া হয়।
অভিযানকালে মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, এডিসি নিকুলিন চাকমা, সিসিকের ভারপ্রাপ্ত সচিব নূর আজিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল ও সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply