নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা বলেছেন, তাদের ১২ দফা দাবি অবিলম্বে পূরণ না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে তারা অনির্দিষ্টকালের জন্যে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
শনিবার দুপুরে সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় নেতৃবৃন্দ এ হুশিয়ারি উচ্চারণ করেন।
মতবিনিময় সভায় সিলেট বিভাগের পেট্রোল পাম্প ও ট্যাংক লরির মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এতে নেতৃবৃন্দ তাদের দাবি-দাওয়ার যৌক্তিকতা তুলে ধরে বলেন, জ্বালানি তেল ব্যবসাকে যেমনি অন্য ব্যবসার সাথে তুলনা করা যায়না তেমনি ট্যাংক লরি আর সাধারণ ট্রাককে এক পাল্লায় ওজন করার সুযোগ নেই।
তারা বলেন, দেশ জুড়ে নাশকতার সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত যথাসময়ে জ্বালানি তেল পৌঁছে দিয়েছেন; কিন্তু তাদের সেই ভূমিকার কোন মূল্যায়ন হচ্ছেনা।
মতবিনিময় সভায় জানানো হয়, এসব দাবি-দাওয়ার বিষয়ে আলোচনার জন্যে তারা জ্বালানি মন্ত্রণালয়ে ১১টি চিঠি দিয়েছেন; কিন্তু কোন সাড়া পাননি। একবার জ্বালানি প্রতিমন্ত্রী তাদের সাথে আলোচনায় বসলেও তাদের পুরো বক্তব্য না শুনে বরং অসৌজন্যমূলক আচরণ করেন।
নেতৃবন্দ জ্বালানি প্রতিমন্ত্রীর ব্যবহারের তীব্র সমালোচনা করে ইঙ্গিত দেন, আর এ ধরনের আচরণ করলে তারা তার সাথে আর আলোচনায় নাও বসতে পারেন।
বরিশাল ও কুমিল্লায় মতবিনিময় সভা শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, মো শাজাহান ও সদস্য সচিব আকতার হোসেন। সভাপতিত্ব করেন সিলেট শাখার সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। এছাড়াও অন্যান্য নেতা বক্তব্য রাখেন।
Leave a Reply