বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা অবিলম্বে খালেদা জিয়ার মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তিনি বলেছেন, চিকিৎসার প্রয়োজনে যখন যেখানে প্রয়োজন খালেদা জিয়া সেখানে যাওয়ার অধিকার রাখেন। অথচ তাকে নিষেধাজ্ঞা দিয়ে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না।
তাহসিনা রুশদীর লুনা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী শক্তিকে আরো বেগবান করতে দলীয় নেতৃবৃন্দকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় নিজ বাসভবনে জেলা ও মহানগর ছাত্রদলে বিশ্বনাথ উপজেলা থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বক্তব্য রাখছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামিল আহমদ, আফজাল হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন মিয়া তারেক, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সুজেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইব আহমদ, ফখরুল ইসলাম মুহিন, তথ্য ও গবেষণা সম্পাদক মাছরুর আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক ইমরান মাহমুদ, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জহির মিয়া, সহ বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ সদস্য বাদশা মিয়া ও ফয়ছল আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply