নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে সিলেট জেলা বিএনপি স্মারকলিপি দিয়েছে।
রবিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি দেন।
এতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ এবং ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলী সহ ‘গুম’ নেতাকর্মীদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, প্রায় ১০ বছর আগের এই দিনে ঢাকার বনানী থেকে গাড়িচালক সহ ‘গুম’ হন এম ইলিয়াস আলী। এত বছর পেরিয়ে গেলেও সরকার এখন পর্যন্ত তাদের সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। অথচ ‘গুম’ হওয়ার পর সরকার প্রধান থেকে শুরু করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রতি দিয়েছিলেন।
আরও বলা হয়, একজন নাগরিকের ‘গুম’ হওয়ার দায় সরকার এড়াতে পারেনা।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার, অন্যতম নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সহসভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply