সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সঙ্গে প্রয়াত জাতীয় নেতা স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের বড় ছেলে আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন মতবিনিময় করেছেন।
সোমবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সাংবাদিক ছাড়াও জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, সহ সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, আল হেলাল, কুলেন্দু শেখর দাস ও আবেদ মাহমুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক জনকণ্ঠ প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাছুম হেলাল, কোষাধ্যক্ষ দীপ্ত টিভি প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার, দফতর সম্পাদক কালের কণ্ঠ ও একাত্তর টিভি প্রতিনিধি শামস শামীম, ক্রীড়া সম্পাদক যমুনা টিভি প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি জাকির হোসেন, সদস্য ঝুনু চৌধুরী, শাহজাহান চৌধুরী, সাহাব উদ্দিন, মাসুক মিয়া, হিমাদ্রী শেখর ভদ্র, রাজন মাহবুব, পাপন সেন রায়, আশিকুর রহমান পীর, আমিনুল ইসলাম, শহীদুর রহমান, বিপ্লব রায় প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান আহমদ সেলিম, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, জেলা যুবলীগের সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল প্রমুখ।
আজিজুস সামাদ আজাদ ডন মতিবিনিময় কালে বলেন, সুনামগঞ্জের সার্বিক উন্নয়নে মতদ্বৈততা ভুলে সব পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে দূরত্ব কমাতে হবে।
তিনি বলেন, অবহেলিত এই জেলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজিজুস সামাদ আজাদ ডন পরে শেষে স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদক এবং কর্মকর্তাদের সঙ্গেও মত বিনিময় করেন।
Leave a Reply