নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম জানিয়েছেন, অবসর গ্রহণের পর প্রথমেই কিছুদিন বিশ্রাম নিবেন। করবেন ঘোরাঘুরি। এরপর অবসরকালীন কি করবেন সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করবেন।
রবিবার, ১৯ মে (৫ জ্যৈষ্ঠ) দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের সম্মেলন কক্ষ ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, দীর্ঘ চাকরি জীবনে নিরন্তর কাজ করেছেন বলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া হয়নি। তাই অবসরে গিয়ে প্রথমেই কিছুদিন বিশ্রাম নিতে চান। এ জন্যে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছেও আছে। এরপর ঠিক করবেন অবসর জীবন কিভাবে কাটাবেন। তবে এই মুহূর্তে এ নিয়ে ভাবছেন না।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এ বছরের মাঝামাঝি সময়ে অবসরে যাওয়ার কথা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান, আর আর এফ কমান্ডেন্ট হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply